রুই/টাকি বা অনুরুপ মাছের বাহ্যিক গঠন পর্যবেক্ষণ। প্রয়ােজনীয় উপকরণ: একটি রুই/টাকি মাছ না পাওয়া গেলে যেকোনাে মাছ), স্কেল/ রুলার পরিমাপের ফিতা (সেন্টিমিটারে মাপার উপযুক্ত) প্রয়ােজনে সুতা দিয়ে মেপে স্কেলে বসিয়ে মাপ নিতে হবে। দৈর্ঘ্য-প্রস্থের যাবতীয় পরিমাপ সেন্টিমিটার এককে হবে। অ্যাসাইনমেন্টের জন্য একটি এ-ফোর বা অনুরুপ আকারের কাগজে দুটি ছক তৈরি করতে হবে (পরের পৃষ্ঠা দ্রষ্টব্য)। মাছের দেহের আকার পরিমাপের সময় সর্বোচ্চ দৈর্ঘ্য হিসেবে মুখ থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত মাপ নিতে হবে। সর্বোচ্চ প্রস্থ হিসেবে দেহকাডের যে অংশটি বক্ষ থেকে পৃষ্ঠের দিকে সবচেয়ে বিস্তৃত সেই অংশের মাপ নিতে হবে।
রুই/টাকি বা অনুরুপ মাছের বাহ্যিক গঠন পর্যবেক্ষণ
Check This