বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলাের ভূমিকা বিশ্লেষণ। (ক) Fig-1 এর বর্তনীতে কার্শফের সূত্র ২টি কীরূপ হবে চিত্রসহ দেখাও। (খ) V ব্যাটারির প্রান্ত পরিবর্তন করে সংযােগ দিলে তড়িৎ প্রবাহের কীরূপ পরিবর্তন হবে চিত্র এঁকে দেখাও। এবার আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করা যাক।। মনেকরাে, বর্তনীতে একটি বাল্ব ২টি ব্যাটারির সাথে সংযুক্ত রয়েছে। ব্যাটারি ২ টির তড়িচ্চালক বলের মান 12V, এদের অভ্যন্তরীণ রােধ 0.50, বর্তনীর বহিস্থ রােধ 4.5 ) (গ) বর্তনীটিতে ব্যাটারির শ্রেণি সংযােগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করাে। ঘ) বর্তনীর বাল্বটির অভ্যন্তরীণ রােধ r হলে ব্যাটারির শ্রেণি ও সমান্তরাল সমবায়ের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে? (ঙ) কোন শর্তে ব্যাটারির দুই রকম সমবায়ের ক্ষেত্রেই বালটি একই রকম উজ্জ্বলতা দিবে? (চ) যদি প্রবাহমাত্রা 25% হ্রাস পায় বাতিটির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে?
নির্দেশনা (সংকেত?ধাপ/পরিধি)ঃ
(ক) এর সমাধানের ক্ষেত্রে রােধের সময় ও X ও Y জাংশন বিন্দু ব্যবহার করতে হবে এবং চিত্র এঁকে নিতে
(খ) এর ক্ষেত্রে। রােধের সমবায় করে নিতে হবে।
বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলাের ভূমিকা বিশ্লেষণ